জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শুরু শনিবার

জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শুরু শনিবার

জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শুরু শনিবার

সংগঠনটির দপ্তর সম্পাদক ইমান আহমেদ ইমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

জাসদ ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন আগামী শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শুরু হবে। দুই দিনব্যাপী এঈ সম্মেলন পরদিন রোববার শেষ হবে।

সংগঠনটির দপ্তর সম্পাদক ইমান আহমেদ ইমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। অতিথি থাকবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম এবং শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন। 

সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলা, থানা কমিটি থেকে কয়েক হাজার ছাত্র-ছাত্রী প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অধিবেশনের পর একটি র‍্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একই দিন বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন বসবে, যা পরদিন দুপুর পর্যন্ত চলবে।

এ অধিবেশনে সাধারণ সম্পাদকের খসড়া রিপোর্ট, ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের উপর আনা সংশোধনী নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

কাউন্সিলের নির্বাচনী অধিবেশনে আগামী দুই বছরের জন্য সংগঠনের ৪৫ সদস্যের কেন্দ্রীয় সংসদ নির্বাচন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/185156/জাসদ-ছাত্রলীগের-কেন্দ্রীয়-সম্মেলন-শুরু-শনিবার