Top News

Information

মোঃ মনির হোসেন, কিশোরগঞ্জ থেকে 



কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮টি দান সিন্দুক চার মাস পর আবারও খোলা হয়েছে। আজ সকাল ৮টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরীর তত্বাবধানে দানবাক্স গুলো খোলা হয়। এবার ৮টি দানবাক্স খোলে পাওয়া গেছে ১৯ বস্তা টাকা । চলছে গণনার কাজ।


এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও দানবাক্স খোলা কমিটির আহবায়ক কাজী মহুয়া মমতাজ উপস্থিত ছিলেন।

টাকা গণনা কাজে সিনিয়র সহাকরী কমিশনার শেখ জাবের আহমেদ, সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার মোছা. নাবিলা ফেরদৌস, সাদিয়া আফরীন তারিন, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, সিবিএ নেতা মো. আনোয়ার পারভেজসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।



অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী জানান, ৮টি দানবাক্স খুলে ১৯ বস্তা টাকা পাওয়া গিয়েছে। এখন চলছে গণনার কাজ। গণনা শেষে নিশ্চিত হওয়া যাবে টাকার পরিমাণ কত?

এর আগে সর্বশেষ ৭ জানুয়ারি ২০২৩ সালে  দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ৮টি দানবাক্স থেকে তিন মাস ছয় দিনে পাওয়া গিয়েছিল মোট ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। এছাড়াও দান হিসেবে পাওয়া গিয়েছিল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।



কথিত আছে প্রায় ৫০০ বছর আগে বাংলার ১২ ভুঁইয়া বা প্রতাপশালী ১২ জন জমিদারের অন্যতম ঈশা খাঁর আমলে ‘দেওয়ান জিলকদর খান ওরফে জিল কদর পাগলা’ নামে একজন ব্যক্তি নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তী সময়ে ওই স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিল কদর পাগলার নামানুসারেই মসজিদটি ‘পাগলা মসজিদ’ নামে পরিচিতি পায়।

সাধারণ মানুষের বিশ্বাস এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। আর এ কারণেই মূলত দূর-দূরান্তের মানুষও এখানে মানত করতে আসেন।


 নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইলদর্পণ :


অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা এর প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ মঞ্জরুল আলম রিপন কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অপর্ণ করে শহীদদের স্মরণে সেখানে কিছু সময় নীরবতা পালন করেন। এসময় সাংগঠনিক সম্পাদক এম জামাল আহমেদ সুবর্ণ, সংস্কৃতি/ অনুষ্ঠান সম্পাদক আতাউর রহমান রঞ্জু,  ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম রানা, প্রতিষ্ঠাতা সদস্য আরিফা আলম দোলন, এসটি তাইজুল ইসলাম, তাহমিদুল আলম অরিন, আফ্রিদা মেহজাবিন জেরিন উপস্থিত ছিলেন।

পরে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা’র সভাপতি প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম রিপন বলেন- একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। ১৯৫২ সালের এই দিনে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকের জীবনের বিনিময়ে অর্জিত বাংলা ভাষাকে পেয়ে আজ আমরা কথা বলতে পারছি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত পেয়েছে আমাদের বাংলা ভাষা। বর্তমান সময়ে শুধু কথা বলা নয়, বাংলা ইউনিকোডের দৌলতে বিশ্বের দরবারেও পৌঁছে গেছে। বাংলা ভাষায় কথা বলা, লেখা সবই সম্ভব হচ্ছে। আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা'র এই ছোট্ট আয়োজনে বর্তমান জেনারেশনের সাথে পরবর্তী প্রজন্মের বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। পরবর্তী প্রজন্ম একুশের চেতনায় জেগে উঠবে আর বাংলা ভাষাকে নিয়ে দেশের অবদান রাখবে বলে বিশ্বাস করি। সুদূর ইরান থেকে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ও ওয়েব সংবাদ আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে জাগিয়ে তুলছে বলে রেডিও তেহরানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা এভাবে কার্যক্রম চালিয়ে যাবে এবং রেডিও তেহরানের সাথে ডি-এক্সার/ শ্রোতাদের মেল বন্ধন রচিত হবে।

সাংগঠনিক সম্পাদক এম জামাল আহমেদ সুবর্ণ বলেন রেডিও তেহরান বর্তমান সময়ের ডি-এক্সার/ শ্রোতাদের জন্য আর্শিবাদ। শর্টওয়েব অনুষ্ঠানের পাশাপাশি ওয়েব, ফেসবুক, ইউটিউব সরব উপস্থিতি প্রমান করে রেডিও তেহরানও সময়ের পালাবদলের সাথে ভালো কাজ করছে। উপস্থিত সকলের অনুভূতি ভিডিও করার প্রত্যয় ব্যক্ত করে প্রতি বছর কার্যক্রম চালিয়ে যাবেন।

সংস্কৃতি/ অনুষ্ঠান সম্পাদক এ,টি,এম, আতাউর রহমান রঞ্জু বলেন রেডিও তেহরান বাংলা বিভাগের সম্মানিত শ্রোতাবন্ধুদের প্রতি রইল  মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। ফেব্রুয়ারি মাস ভাষার মাস বই মেলার মাসও বটে। কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দেয়ার অনুভূতি আলাদা। এতো মানুষ সেখানে উপস্থিত তিল ধারণ করার জায়গা নেই। মায়ের ভাষার প্রতি মানুষের এতো ভালবাসা সেখানে না গেলে বুঝা মুস্কিল। পরে মহান একুশে বই মেলায় ঘুরে বেড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। এগিয়ে যাবে রেডিও তেহরান, বাংলা শ্রোতাদের মূল্যায়ন করে সাথে নিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করেন।


ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম রানা বলেন এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত ও উৎফুল্ল।  আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার পক্ষ থেকে রেডিও তেহরান এর মঙ্গল ও সাফল্য কামনা করছি।


প্রতিষ্ঠাতা সদস্য এসটি তাইজুল ইসলাম বলেন রেডিও তেহরান এমনই একটি মাধ্যমে যা সমাজের প্রত্যন্ত অঞ্চল থেকেও আমরা চমকপ্রদ সকল তথ্য পেয়ে থাকি এবং শিক্ষা বান্ধব তথ্য পেয়ে থাকি যা অন্য কোন মাধ্যমে এত সহজে সম্ভব হয় না তাইতো বেতারেই শান্তি।


উক্ত আলোচনা সভায় ভার্চুয়ালি সেক্রেটারি সোহেল রানা হৃদয়, গৌর মোহন দাস ও মোঃ শাহাদত হোসেন যোগ দেন। গৌর মোহন দাস ভিন্ন মিটিংয়ের ব্যস্থতায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েও শেষ পর্যন্ত থাকতে পারেননি। আজকের আয়োজনের সফলতা কামনা করেন। 

মোঃ শাহাদত হোসেন, মনিটর, রেডিও তেহরান বলেন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করেছে। তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।


সংগঠনটি আত্মপ্রকাশের দু’সপ্তাহের মধ্যে এর পরিচালকগণ ঢাকায় দুটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। এতে সংগঠনটির গতিশীলতা ও কর্মতৎপরতার প্রমাণ মিলে। আমরা আশা করব আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা এভাবেই নানা সামাজিক কর্মকান্ডের সাথে সাথে রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধি এবং শ্রোতাদের মধ্যে সৌহার্দ্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 


নারী ও শিশু বিষয়ক সম্পাদক রওশন আরা লাবনীর শারীরিক অসুস্থ্যতার কারনে সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা হৃদয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও পুরো অনুষ্ঠানের  নেপথ্যে কাজ করেছেন। হৃদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হালকা কফি আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

আরও সাড়ে ৬ হাজার মৃত্যু, বেড়েছে সংক্রমণ

বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা।

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা।   

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৭ হাজার।

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন ও মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ কোটি ৩১ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ লাখ ৫২ হাজার।

শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৪৩৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দেড় হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ৫২ হাজার ১৬১ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭ হাজার ১৯৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ১৫৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৩৯০ জন এবং মারা গেছেন ৯৭৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ২৪ হাজার ৪৯৭ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৩৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৪৮৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯৪ হাজার ২৪ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৩৭৬ জন এবং মারা গেছেন ১৪৬ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ ৯৭ হাজার ৮৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৬ হাজার ৯৩৭ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৮৬৬ জন এবং মারা গেছেন ১৮৮ জন।

এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৫৭ জন এবং মারা গেছেন ৪৭৯ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৬৭ লাখ ৯ হাজার ২১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৮ হাজার ১৫৪ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৯০ জন এবং মারা গেছেন ৩৫৫ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭২০ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৪ হাজার ৯৪১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৫২১ জনের।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ২১ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৬ হাজার ৪৭৮ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৬৩ জন, তুরস্কে ১৬৭ জন, পোল্যান্ডে ৫৯২ জন, হাঙ্গেরিতে ১৪৪ জন, স্লোভাকিয়ায় ১০৯ জন এবং ভিয়েতনামে ২৪১ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ২০৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯৭ হাজার ১৮৭ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বাংলাদেশ জার্নাল/এমএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/185158/আরও-সাড়ে-৬-হাজার-মৃত্যু-বেড়েছে-সংক্রমণ

গতবছর বাংলাদেশে সন্ত্রাসের ঘটনা কমেছে: যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার ২০২০ সালের ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজমে’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

র‍্যাবের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পর ঢাকার অসন্তোষের মধ্যে ইতিবাচক খবর দিল মার্কিন যুক্তরাষ্ট্র। গতবছর ২০২০ সালে বাংলাদেশে জঙ্গিবাদী সন্ত্রাসের ঘটনা কমার কথা বৈশ্বিক এক প্রতিবেদনে তুলে ধরেছে দেশটির পররাষ্ট্র দপ্তর; এসেছে সন্ত্রাস বিষয়ক তদন্ত ও গ্রেপ্তার বাড়ার তথ্য।

বৃহস্পতিবার ২০২০ সালের ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজমে’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনের বাংলাদেশ অংশে পুলিশের বিশেষ দুই ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ) এর কার্যক্রমসহ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশের পদক্ষেপ তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, সিটিটিসিইউ ও র‌্যাব বিদেশের সঙ্গে যুক্ত জঙ্গি বা সন্ত্রাসীদের (ফরেন টেরোরিস্ট ফাইটার- এফটিএফ) গ্রেপ্তার বা তাদের বিষয়ে অনুসন্ধনে আমূল সংস্কার ও পুর্নবাসন কর্মসূচির পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম হাতে নিয়েছে।

প্রতিবেদনে যে তিনটি সন্ত্রাসী ঘটনার কথা তুলে ধরা হয়েছে সেগুলোর মধ্যে গত বছরের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে পুলিশ বক্সে আইইডি বিস্ফোরণ, ৩১ জুলাই নওগাঁয় হিন্দু মন্দিরে হাতবোমা পুঁতে রাখা এবং ২৪ জুলাই গুলশানে পুলিশের মটরসাইকেলে আইইডি রাখার ঘটনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম ও নওগাঁর ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএসআইএস)। চট্টগ্রামে দুই পুলিশ ও একজন সাধারণ লোক আহত হলেও নওগাঁর ঘটনায় কোনো হতাহত নেই।

“গুলশানে পুলিশের মটরসাইকেলে আইএস-সংশ্লিষ্ট গোষ্ঠীর আইইডি রাখার কথা বলা হলেও পরে তা ভুয়া হিসাবে ধরা দেয়।”

যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়, আইএস ও আল কায়েদার মত আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে দেশি সন্ত্রাসীদের যোগাযোগ থাকার কথা অস্বীকার করে আসছে বাংলাদেশ সরকার।

জঙ্গিদের বিষয়ে বাংলাদেশের 'শূন্য সহিষ্ণুতার' নীতি নেওয়ার কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে একইসঙ্গে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে জঙ্গিদের বিরুদ্ধে মামলা ঝুলে থাকার কথাও বলা হয়েছে।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, সীমান্ত ও বন্দরগুলোতে নিয়ন্ত্রণ জোরালো করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।

“ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। টহলের জন্য যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত বিস্ফোরক শনাক্তকারী কে-নাইন টিম সেখানে থাকলেও বিমানবন্দরে তাদের অবস্থান স্থায়ী নয়।”

প্রতিবেদনের বিষয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, “সন্ত্রাসবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্তর্নিহিত বিষয়াদি তুলে ধরে প্রতিবছর প্রকাশিত কান্ট্রি রিপোর্টস অন টেররিজম।

“এটি যুক্তরাষ্ট্রকে নীতি, কর্মসূচি ও সম্পদ বন্টনের ক্ষেত্রে তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত নিতে সাহায্য করে; যার মাধ্যমে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে বৈশ্বিক সক্ষমতা ও সহনশীলতা তৈরি করতে চাই।”

এতে বাংলাদেশে ওই বছর তিনটি সন্ত্রাসের ঘটনা ঘটলেও কোনো প্রাণক্ষয় হয়নি বলে জানানো হয়।

এর আগে, গত ১১ ডিসেম্বর র‍্যাবের ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে এ বাহিনী, এর সাবেক প্রধান, বর্তমান পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তরের সেদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। 

এরপর পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করে। এছাড়া ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করা হয়। এই পদক্ষেপকে ‘খুবই দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেন পররাষ্ট্রমন্ত্রী। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ফোনালাপের সময়ও প্রসঙ্গটি তোলেন তিনি। 

বৃহস্পতিবার এমন খবর প্রকাশের মধ্যে রাতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এ প্রতিবেদনে।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/185157/গতবছর-বাংলাদেশে-সন্ত্রাসের-ঘটনা-কমেছে-যুক্তরাষ্ট্র

জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শুরু শনিবার

সংগঠনটির দপ্তর সম্পাদক ইমান আহমেদ ইমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

জাসদ ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন আগামী শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শুরু হবে। দুই দিনব্যাপী এঈ সম্মেলন পরদিন রোববার শেষ হবে।

সংগঠনটির দপ্তর সম্পাদক ইমান আহমেদ ইমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। অতিথি থাকবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম এবং শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন। 

সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলা, থানা কমিটি থেকে কয়েক হাজার ছাত্র-ছাত্রী প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অধিবেশনের পর একটি র‍্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একই দিন বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন বসবে, যা পরদিন দুপুর পর্যন্ত চলবে।

এ অধিবেশনে সাধারণ সম্পাদকের খসড়া রিপোর্ট, ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের উপর আনা সংশোধনী নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

কাউন্সিলের নির্বাচনী অধিবেশনে আগামী দুই বছরের জন্য সংগঠনের ৪৫ সদস্যের কেন্দ্রীয় সংসদ নির্বাচন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/185156/জাসদ-ছাত্রলীগের-কেন্দ্রীয়-সম্মেলন-শুরু-শনিবার

ভারতে প্রতি ২৫ মিনিটে একজন গৃহবধুর আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে ভয়াবহ হারে বেড়েছে বিবাহিত নারীদের আত্মহত্যার প্রবণতা। সেখানে শুধুমাত্র ২০২০ সালেই আত্মহত্যা করেছেন মোট ২২ হাজার ৩৭২ জন গৃহবধু। গড় হিসেবে দেখা গেছে, ওই বছর প্রতিদিন প্রতি ২৫ মিনিটে আত্মহত্যা করেছেন একজন গৃহবধূ।

ভারতের অপরাধ পরিসংখ্যান বিষয়ক সরকারি সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এনসিআরবি জানিয়েছে, ২০২০ সালে ভারতে যতসংখ্যক নারী আত্মহত্যা করেছেন, তাদের মধ্যে গৃহবধূদের হার শতকরা হিসেবে ৫০ শতাংশেরও বেশি।

সংস্থাটি ভারতে ১৯৯৭ সাল থেকে আত্মহত্যার রেকর্ড সংরক্ষণ করা শুরু করে। তাদের মতে, প্রতিবছর ভারতে আত্মহত্যা করেন ২০ হাজারেরও বেশি গৃহবধূ। আর ২০০৯ সালে সর্বোচ্চ ২৫ হাজার ৯২ জন গৃহবধু আত্মহত্যা করেছিল।

সাধারণভাবে প্রচার করা হয়- ‘পারিবারিক সমস্যা’ কিংবা ‘বিয়ে সংক্রান্ত ঝামেলার’ কারণে ভারতে গৃহবধুদের আত্মহত্যার হার বাড়ছে; কিন্তু সত্যিই কি তাই?

ভারতের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন- সরকারি জরিপের তথ্য অনুযায়ী, ভারতের গৃহবধূদের আত্মহত্যার একটি বড় কারণ স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীদের দ্বারা শারীরিক নির্যাতন। দিনের পর দিন চলা এই নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন ৩০ শতাংশেরও বেশি গৃহবধূ।

এছাড়া মানসিক নির্যাতন, দিনের পর দিন গৃহস্থালীর শ্রমসাধ্য একঘেঁয়ে কাজ ও মানসিক চাপ থেকে রেহাই পেতেও আত্মহত্যার পথ বেছে নেন অনেক গৃহবধূ।

ভারতের উত্তরপ্রদেশে বারানসী শহরের ক্লিনিক্যাল মনোবিদ ডা. উষা ভার্মা শ্রীবাস্তব বিবিসিকে এ সম্পর্কে বলেন, ‘নারী প্রকৃতিগতভাবে শান্ত ও সহনশীল, কিন্তু সেই সহনশীলতারও একটা সীমা আছে।’

‘ভারতে মেয়েদের বিয়ের জন্য সরকার নির্ধারিত ন্যূনতম বয়সসীমা ১৮। অধিকাংশ অভিভাবক তাই মেয়ের বয়স ১৮ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে বিয়ে দিয়ে দেন।’

‘এবং বিয়ের পর সে যখন একজন স্ত্রী ও গৃহবধু হয়, ভারতের সংস্কৃতি অনুযায়ী তাকে রান্না, কাপড়-চোপড় ধোয়াসহ যাবতীয় গৃহস্থালীর কাজের ভার পড়ে তার ওপর। তার ব্যক্তিস্বাধীনতার ক্ষেত্র হয়ে পড়ে খুবই সীমিত এবং তার হাতে টাকা-পয়সাও বিশেষ থাক না।’

‘ফলে তার এতদিনের পড়াশোনা ও নিজের পায়ে দাঁড়ানের যে স্বপ্ন- তা ফিকে হওয়া শুরু করে এবং সেই জায়গায় ভর করে হতাশা ও শূন্যতা। একপর্যায়ে এই হতাশাই তাকে আত্মহত্যার পথে প্ররোচিত করে।’

বয়স্ক নারীদের ক্ষেত্রে আত্মহত্যার কারণ অবশ্য ভিন্ন। এ সম্পর্কে ডা. ঊষা ভার্মা বলেন, ‘ছেলে-মেয়েরা বড় হয়ে গেলে তারা বাড়ির বাইরে থাকে। ফলে একটা বয়সে গিয়ে নারীরা নিঃসঙ্গ হয়ে পড়েন। এছাড়া ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়ার সময় হরমোনের ভারসাম্যহীনতার কারণে যে মানসিক চাপ ও বিষন্নতা দেখা দেয়, সেজন্যও আত্মহত্যা করেন অনেকে।’

তবে ভারতের এই আত্মহত্যার সমস্যাটি সমাধানযোগ্য বলে মনে করেন অধিকাংশ মনোবিজ্ঞানী। মনোবিদ সৌমিত্র পাথারে বিবিসিকে এ সম্পর্কে বলেন, ‘অধিকাংশক্ষেত্রেই তাৎক্ষনিক উত্তেজনার বশে আত্মহত্যা করেন নারীরা। ব্যাপারটি অনেকটা এরকম- পুরুষরা ঘরে আসে, স্ত্রীকে পেটায় এবং তারপর স্ত্রী আত্মহত্যা করে।’

তিনি আরও বলেন, যখন সে চরম উত্তেজনার বশে এমন একটি সিদ্ধান্ত নিচ্ছে, সেই মুহূর্তে যদি তাকে থামানো যায়, তাহলে পরবর্তীতে তার আত্মহত্যার সম্ভাবনা খুবই কম থাকে।

এদিকে দেশটির কেন্দ্রীয় সরকার বুধবার নারীদের ক্ষেত্রে বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করেছেন। 

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/185155/ভারতে-প্রতি-২৫-মিনিটে-একজন-গৃহবধুর-আত্মহত্যা